অবস্থান ও পরিচিতি
কলেজটি চাঁপাইনবাবগঞ্জ
জেলা, সদর উপজেলা, গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামে অবস্থিত।
কলেজের ঠিকানা:
মহিপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ, ডাক কোড ৬৩০০।
প্রতিষ্ঠা ও স্বীকৃতি
স্থাপিত হয় ৪ মে ১৯৯২
এ
রাজশাহী শিক্ষা বোর্ড
এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায় ১ নভেম্বর ১৯৯৫ তারিখে (Honours পর্যায়ে
স্বীকৃতি)
EIIN (Educational
Institute Identification Number): 124597
কলেজটি জাতীয়
বিশ্ববিদ্যালয়ের অধীন, Honours ও Pass (Degree) কোর্স অফার করে
একাডেমিক প্রোগ্রাম
Pass Course: B.A.,
B.S.S., B.B.S ।
Honours Course: বাংলা (Bengali), Political Science,
Accounting
পরিচালন ব্যবস্থা ও সম্প্রর্থন
কলেজটি Non‑Government
প্রতিষ্ঠান, কিন্তু MPO (Monthly Pay Order) সুবিধাভোগী —
অর্থাৎ সরকারি অর্ডারে শিক্ষকদের বেতন প্রদত্ত হয়
ফলাফল ও পারফরম্যান্স (SSC ও HSC – ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত)
এর বিশ্লেষণে পাওয়া
ফলাফলের সারসংক্ষেপ নিচে:
SSC
২০১০ সালে: ৩৫ জন
পরীক্ষার্থী অংশ নিয়ে ৩২ জন উত্তীর্ণ হন (Pass rate ~৯১.৪৩%) এবং A+ কেউ
পায়নি
HSC
মোট ৪৬৩২ জন অংশ নিয়ে
৩৪৬০ জন উত্তীর্ণ (Pass rate ~৭৪.৭০%) এবং ৫৭ জন A+ পেয়েছে (~১.২৩% A+ rate)
২০২১ সালে ছিল সবচেয়ে
উজ্জ্বল: ৪৩৫ পরীক্ষার্থী, ৪২৫ জন উত্তীর্ণ (~৯৭.৭০%), এবং ১৯ জন A+ (≈
৪.৩৭%)
২০২৪ সালে: ২২২ জন
পরীক্ষার্থী; ১৮৯ জন উত্তীর্ণ (~৮৫.১৪%), A+ পেয়েছে ৭ জন (≈
৩.১৫%)